প্রায় এক মাস ধরেই রাজ্যে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি চলছে। স্কুল কবে খুলবে, জানতে চেয়ে শিক্ষা দফতরকে চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ।
গত ২ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হয়েছিল। কত দিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, জানতে চেয়ে শিক্ষা দফতরে চিঠি পাঠাল পর্ষদ।
প্রথমে ২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা থাকলেও তীব্র গরমের কারণে ২ মে ছুটি এগিয়ে নিয়ে যাওয়া হয়। সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। তার পর থেকে কোনও নির্দেশিকা আসেনি। তাই স্কুল কবে খুলবে, স্পষ্ট নয় পর্ষদের কাছেও।