ঘড়িতে তখন পৌনে একটা। হঠাৎ করেই থমকে গেল হোয়াটসঅ্যাপ। প্রতিপদের দুপুরে তখন দীপাবলির মেসেজ পাঠাচ্ছিলেন কেউ। কেউ বা জরুরী কাজ সারছিলেন হোয়াটসঅ্যাপে। কিন্তু আচমকা এই ঘটনায় চরম সমস্যায় পড়েন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। অন্যান্য জায়গার মতো সমস্যার সম্মুখীন হন ইন্দাস এলাকার বাসিন্দারাও। গ্রামের গৃহবধূ থেকে মুদি দোকানদার, সকলের ঘুম উড়ে যায় এই ঘটনায়। দীর্ঘ ২ ঘন্টা পর অবস্থা আবার স্বাভাবিক হতে হাঁফ ছেড়ে বাঁচেন বাঁকুড়া তথা রাজ্যের বাসিন্দারা।
কোনও প্রযুক্তিগত ক্রটি, নাকি অন্য কোনও কারণ তা এখনও স্পষ্ট নয়। এর আগেও একাধিকবার হোয়াটসঅ্য়াপে সমস্য়া দেখা দিয়েছে। আবার ঠিকও হয়ে গিয়েছে। কিন্তু কোনও বার এমন আচমকা ভাবে বন্ধ হয়নি পরিষেবা। দীর্ঘ ২ ঘন্টার চেষ্টায় পরিষেবা স্বাভাবিক হলেও এর কারণ জানা যায়নি।
আরও পড়ুন- WhatsApp Back Again : প্রায় দুঘণ্টা পেরিয়ে ফের শুরু হল হোয়াটসঅ্য়াপ