স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি। তদন্তে নেমে ইডির হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী ও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্য়া। গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্য়াকেও। অর্পিতার দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি টাকা। ইতিমধ্যেই এই ঘটনা থেকে নিজেদের দায় কার্যত ঝেড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় এক সভায় বারাসতের তৃণমূল বিধায়কের দাবি, এই ঘটনায় তিনিও ভীষণ ভয় পেয়েছেন। কারণ, তাঁরও অনেক বান্ধবী আছেন। কবে কার বাড়িতে হানা দেবে, এবং টাকা নিয়ে নেবে, তা নিয়ে তিনি ভয়ে আছেন।
রাজনৈতিক মহলের মতে, চিরঞ্জিতের এই বক্তব্য ভীষণই তাৎপর্যপূর্ণ। কারণ তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারি নিয়ে বাইরে মুখ খোলা যাবে না। এই ব্য়াপারে একমাত্র কথা বলবেন দলে শীর্ষ নেতারা। সেখানে দাঁড়িয়ে দলের বিধায়ক চিরঞ্জিতের এই বক্তব্যকে তৃণমূল কতটা সমর্থন করবে, তা নিয়ে প্রশ্ন থাকছে।
এই ব্য়াপারে নিজের দাবির পাশাপাশি চিরঞ্জিতের অভিযোগ, রাজ্যের মন্ত্রীর ও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারির পিছনে রয়েছে বিজেপির চক্রান্ত।