একদিকে সন্দেশখালি। অন্য দিকে রেশন দুর্নীতি। এই দুয়ের প্রেক্ষাপটেই এদিন উত্তর ২৪ পরগনার হাবড়ায় প্রথমবার সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই প্রসাশনিক সভা ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ ছিল গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে।
কিন্তু মঙ্গলবারের এই সভায় জ্যোতিপ্রিয়কে নিয়ে একটি বাক্য খরচ করলে না মুখ্যমন্ত্রী। বরং দাবি করলেন, তৃণমূলে সবাই চোর নন। সিপিএম থেকে আসা দু-একজন হতে পারেন। তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। তাঁর মতে, সবচেয়ে বড় চোর বিজেপিই।
এদিনের সভা থেকে আগাগোড়া বিজেপিকেই আক্রমণ করেছেন মমতা। তুলোধনা করেছেন CAA নিয়ে। উত্তর ২৪ পরগনা থেকে তাঁর স্পষ্ট বার্তা, মানুষের জীবন নিয়ে লুডো খেলছে বিজেপি। ভোটের আগে ভাঁওতা দেওয়ার জন্যই এই আইন চালু করা হয়েছে।