দুর্গাপুজো মানেই এখন থিমের চাকচিক্য । মণ্ডপ থেকে প্রতিমা...সবেতেই থিমের বাহার । হারিয়ে যাচ্ছে সাবেকিয়ানা । তবে, দুর্গাপুজো মানেই যে শুধু থিম বনাম সাবেকিয়ানা, তা নয়, দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, গল্পকথাও। সাড়া বাংলা জুড়ে বিভিন্ন জেলায় অসংখ্য পুজো হয়। কিন্তু শিরোনামে থাকে সেই কলকাতার পুজোই।
আজ গল্প বলব ভারতের শেষ পুজোর। সীমান্তবর্তী এলাকা হিলি। ক্লাবের পরেই ভারত বাংলাদেশ কাঁটাতার। সেই সীমান্তের একটি ক্লাব হিলি বিপ্লবী সংঘ। এবার তাঁদের থিম কাল্পনিক। ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সারা রাজ্য জুড়ে এখন রীতিমতো তোড়জোড় , যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শিল্পীরা কাজ করছেন।
দক্ষিণ দিনাজপুর জেলার দুর্গাপুজো এমনিও বেশ বিখ্যাত। এরমধ্যে অন্যতম বিগবাজেটের পুজো হিলি বিপ্লবী সংঘের পুজো। এই পুজো এবার পা রাখল ৫৬ বছরে। এই একটিমাত্র পুজোই যেটি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। পঞ্চমীতে উদ্বোধন হবে এই পুজোর। প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ । নারকেল দড়ি , নারকেলের ছোবা দিয়ে তৈরি হচ্ছে এবারের হিলি বিপ্লবীর মণ্ডপ ।