ভরা বসন্তেই, বাংলার ভরপুর ভোটের উত্তাপ। ইতিমধ্যেই, ব্রিগেড থেকে লোকসভা নির্বাচনের ৪২ প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল (TMC Candidate Lists)। বেশ কিছু আসনে ইতিমধ্যেই প্রার্থী দিয়ে ফেলেছে বিজেপিও। সিপিএম এবং কংগ্রেসের প্রার্থী তালিকার দিকেই এখন কার্যত তাকিয়ে রাজ্যরাজনীতি।
এই অবস্থায় বামেদের ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়ের ‘ভূমিকা’ কী হবে, তা ভেবেই হিমসিম খাচ্ছে আলিমুদ্দিন। ব্রিগেডের ইনসাফ মঞ্চে তাঁকেই মুখ করেছিল বামেরা। এবার কি লোকসভার প্রার্থী হবেন মীনাক্ষী? নাকি তিনি শক্তহাতে সংগঠনের কাজ সামলাবেন তা নিয়েই চলছে দফায় দফায় আলোচনা।
Mamata Banerjee : হাবড়ার সভায় জ্যোতিপ্রিয়কে নিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ?
সিপিএম সূত্র খবর, বিভিন্ন জেলায় নিচু তলার কর্মী-সমর্থকেরা মীনাক্ষী মুখোপাধ্যায়কে পাশে চাইছেন। আলিমুদ্দিনের কাছে তাঁদের আবেদন, প্রচারের মুখ হোক মীনাক্ষী মুখোপাধ্যায়। সাধারণ মানুষের রুটি-কাপড়া-মাকান থেকে শুরু করে চাকরির জন্য আওয়াজ তুলুন মীনাক্ষী, ভোট মরশুমে এমনটাই চাইছে সিপিএমের গ্রাসরুট কর্মীরা।