রাজ্যে বাম কংগ্রেস জোট নিয়ে এখনও আশা দেখছেন সিপিএম রাজ্য সম্পদক মহম্মদ সেলিম। সেই কারণেই রবিবার তিনি জানান, বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিগুলিকে একত্রিত করে এক সুতোয় বাঁধার চেষ্টা চলছে। সুতো বাঁধার কাজ শেষ হলেই জানানো হবে।
এই পরিস্থিতিতেই এদিন, বৈঠকে বসেছিল বাম শরিকরা। দ্বিতীয় তালিকায় রবিবার আলিপুরদুয়ার কেন্দ্রে মিলি ওরাওঁ- এর নাম ঘোষণা করেছে RSP । লোকসভা ভোটের দিন ঘোষণার পরেও এখনও জটিলতায় বাম-কংগ্রেস জোট। রাজনৈতিক মহলের এই দাবিকে উড়িয়ে, মহম্মদ সেলিম জানিয়েছেন পুজো বা ঈদের আগে দর্জির দোকানে জামা দেওয়া হলে বলা হয় ঠিক সময়ে পাবেন। তাঁর দাবি, ঠিক সময়ে জোটের খবর ভোটের আগেই পাওয়া যাবে।
Electoral Bond : বিজেপি একাই প্রায় ৭ হাজার কোটি, সামনে এল নির্বাচনী বন্ডের আয়
দুটি তালিকা মিলিয়ে রাজ্যের ৪২ আসনে এখনও পর্যন্ত ১৭টিতে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। রাজনৈতিক মহলের খবর, আলিপুর দুয়ার কেন্দ্রে মিলি ওরাওঁ- এর নাম ঠিক হয়েছে এক্কেবারে শেষ বেলাতেই।