প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছিলেন, ক্র্যাক করে ফেলেছেন ‘সেট’ও| তবুও গবেষণা করতে পারছেন না মাওবাদী সন্দেহে বন্দি অর্ণব দাম| বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাঁকে phD করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে| এই প্রসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তৃণমূল|
কিন্তু সমস্ত জটিলতা, অভিযোগ উড়িয়ে উল্টো সুর ধরলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য | আনন্দবাজার অনলাইনের কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র জানান, অর্ণবের গবেষণা শুরু নিয়ে তাঁদের দিক থেকে কোনও জটিলতা নেই| অর্ণব প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন, তাঁকে ছাড়া কোনওভাবেই ভর্তি প্রক্রিয়া শুরু করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি |
তাঁর কথায়, কেবল দুটি প্রশ্নের উত্তর পেয়ে গেলেই যাবতীয় ‘জটিলতা’ সাঙ্গ হবে| তিনি জানান অর্নবের ব্যাপারে, হুগলির জেল সুপারকে চিঠি দিয়ে তিনি দুটি প্রশ্ন জানতে চেয়েছেন| এক, অর্ণব জেলবন্দি, সেক্ষেত্রে অর্ণব কীভাবে নিয়মিত ক্লাস করবেন? এবং করলেও তাঁর নিরাপত্তার বিষয়টি দেখবেন কে? দুই, অর্ণবকে পিএইচডি করতে দেওয়ার বিষয়ে জেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি বা অনুমোদন রয়েছে কি না। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধানের দাবি, অর্ণবের ভর্তি প্রক্রিয়া মিটলেই ক্লাস শুরুর অপেক্ষায় আছেন তিনি |