তৃণমূল নেতাদের বাড়িতে বারবার ইডি, সিবিআইকে পাঠানোর ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। রবিবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে এই দাবি ঘাটালের তারকা সাংসদ দেবের। তিনি জানান, এই ঘটনা কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।
পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে রবিবার কলকাতা-সহ ১২ জায়গায় হানা দেয় সিবিআই। যদিও কোনও জায়গা থেকেই তেমন কোনও তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তাদের কাছে এসেছে, এখনও পর্যন্ত সেই খবর নেই।
আরও পড়ুন : ১০ ঘণ্টার তল্লাশি, তিনি কি চোর ? সিবিআই বেরতোই প্রশ্ন ফিরহাদের
এই অবস্থায় সাংসদ-অভিনেতা দেবের বক্তব্য, যদিও কেউ কোনও দুর্নীতি করে থাকেন, তাহলে তদন্ত হোক। কিন্তু রাজনৈতিকভাবে এই কাজ করা হলে বলব, ক্ষমতা চিরকাল কারও একার থাকে না।
রাজনৈতিক প্রতিহিংসার এই নজির তৈরি হলে কিন্তু মনে রাখতে হবে, অন্য কেউ ক্ষমতায় এলে আরও খারাপভাবে ইডি, সিবিআইকে ব্যবহার করবে। বছর দুই আগে ফিরহাদ হাকিম, মদন মিত্র-সহ তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের বাড়িতে আচমকা সিবিআই তল্লাশি চলেছিল। তাঁরা সেবার সকলে গ্রেফতারও হয়েছিলেন।