রাত দু'টোয় পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)!
আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপাল জগদীপ ধনখড় বৃহস্পতিবার টুইট করে জানিয়েছেন, ৭ মার্চ রাত দুু'টোর সময় বসবে বিধানসভার অধিবেশন।
এমন ঘটনা এই রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। মধ্যরাত্রের পর বিধানসভার অধিবেশন এর আগে কখনও ডাকা হয়নি। ভারতের অন্যত্রও এমন ঘটনা হয়েছে কি না মনে করতে পারছেন না কেউই।
আরও পড়ুন: Anish Khan: 'ওসি-র কথায় গিয়েছিলাম, বলির পাঁঠা করা হচ্ছে!', বললেন ধৃত দুই পুলিশকর্মী
রাজ্যপালের দাবি, রাজ্য মন্ত্রীসভার সুপারিশ মেনেই তিনি রাত দু'টোয় অধিবেশন ডেকেছেন৷ কিন্তু কেন রাজ্য মন্ত্রীসভা এমন প্রস্তাব করল তা এখনও অস্পষ্ট। এই ঘটনায় রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।