কলকাতায় বৃহস্পতিবার থেকে আগামী চারদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় এবং উত্তরবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা।
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ‘লু’ বইবার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের মালদহ ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও তাপ প্রবাহের সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আগামী চারদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে তাপপ্রবাহ না হলেও গরম ও অস্বস্তি বাড়বে।
লু থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা নেওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের। সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বেরোতে হলে সুতির জামাকাপড় পরা, এবং প্রচুর পরিমাণে জল পানের পরামর্শ দেওয়া হয়েছে।