ক্রমশই স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। আর যার জেরেই দিঘার সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মোকা বিপর্যয় এড়াতে আপাতত সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।
তবে, শুধু দিঘা নয়। দিঘার পার্শ্ববর্তী মন্দারমনি, তাজপুর… সমস্ত সৈকত পর্যটন কেন্দ্রগুলির জন্যই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে সপ্তাহান্তে সমুদ্রে যাওয়ার থাকলে তা বাতিল করতে বাধ্য হচ্ছেন পর্যটকরা।