ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মিগজাউম । মৌসম ভবন সূত্রে খবর, মঙ্গলবারই অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি ৷ ইতিমধ্যেই চেন্নাই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি । জলমগ্ন একাধিক এলাকা । কিন্তু, বাংলায় এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে ? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মিগজাউমের সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায় । তবে, সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে । ৭ তারিখ পর্যন্ত রাজ্যে উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা বাড়বে । মঙ্গল ও বুধে হালকা বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় । ৮ ডিসেম্বরের পর থেকে আবার পরিস্থিতি বদলাতে শুরু করবে । ৯ তারিখ থেকে আবার শীতের আমেজ ফিরবে বঙ্গে । ডিসেম্বরের মাঝামাঝি জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া রয়েছে ।
সোমবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা । সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই । তবে, ৫-৭ ডিসেম্বরের মধ্যে বৃষ্টি হতে পারে । এদিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।