জুলাই প্রায় শেষ হতে চলল । কিন্তু, দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি পূরণ হল না । গত কয়েকদিন ধরেই যেন মেঘ-রোদের লুকোচুরি খেলা চলছে (West Bengal Weather Update) । কখনও আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি (Rain Forecast) নামছে, কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জল থইথই অবস্থা হচ্ছে শহরের একাধিক রাস্তায় । আবার তার কিছুক্ষণ পরেই কাটফাটা রোদ্দুর । দক্ষিণবঙ্গে এখন এরকমই আবহাওয়া থাকবে । তবে, রবিবার তিন জেলায় ভারী বৃষ্টির (South Bengal Rain Forecast) সম্ভাবনা আছে । অন্যদিকে, উত্তরবঙ্গে(North Bengal Weather) ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
শনিবার কলকাতা (Kolkata Rain Forecast) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নতুন করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আপাতত নেই । তবে, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে । উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা হলেও বৃষ্টি বাড়বে । এছাড়া রবিবার মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আরও পড়ুন, Arpita Mukherjee: অর্পিতার হাওয়ালা যোগের স্পষ্ট ইঙ্গিত, ইডির স্ক্যানারে পাসপোর্ট-ভিসার রেকর্ড
এদিন, দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তরাই ও ডুয়ার্সে ভারী বৃষ্টি হতে পারে । মালদা ও দুই দিনাজপুরে মাঝারি এবং দুই এক দফা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এদিন, শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।