আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই ছিল । সেইমতো বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain in Bengal) শুরু হল তৃতীয়ায় (Tritiya) । কোথাও টিপটিপ বৃষ্টি, কোথাও আবার প্রবল বর্ষণে ভিজছে কলকাতা (Kolkata) । এদিন, বেলা বাড়তেই কালো মেঘে ঢেকেছিল আকাশ । আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণা (South 24 Pargans) ও পূর্ব মেদিনীপুরে (East Midnapore) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে । বাকি জেলাগুলিতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । দুপুরের দিকে কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে । বিকেলের পর থেকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । তাই যারা তৃতীয়াতে ঠাকুর দেখতে বেরোবেন ভাবছেন, তাঁদের আগাম সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস । ছাতা তো অবশ্যই সঙ্গে রাখবেন, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন, DA Hiked by Central Govt: উৎসবের আগে সুখবর, ৩ শতাংশ DA বাড়ল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের
পুজোর সময় যে বৃষ্টি হবে, তা আগেই জানিয়েছে হাওয়া অফিস । সপ্তমী থেকে নবমী...পুজোয় ঘোরার প্ল্যানে বাধ সাধতে তৈরি বৃষ্টি । ষষ্ঠী পর্যন্ত হালকা বৃষ্টি হলেও সপ্তমী থেকে বৃষ্টি বাড়বে । অষ্টমী (Ashtami) ও নবমীতেই (Nabami) কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । মূলত, উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । (West Bengal Weather Update)