উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পরিণত হচ্ছে নিম্নচাপে । আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তৈরি হবে নিম্নচাপ । সেইসঙ্গে মৌসুমী অক্ষরেখার জের । এই জোড়া ফলার প্রভাব কি পড়বে দক্ষিণবঙ্গে (West Bengal Weather Update today ) ? ঝেঁপে বৃষ্টির স্বাদ কি এবার নিতে পারবে দক্ষিণবঙ্গবাসী ?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সে আশা নেই । শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়লেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে, বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । শুক্রবার ২১ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । কিন্তু, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।
এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । রোদ-মেঘের লুকোচুরি খেলা চলবে । বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। ভারী বৃষ্টির সম্ভানা নেই ।
আরও পড়ুন, Darjeeling Toy Train Service: প্রবল প্রাকৃতিক দুর্যোগ উত্তরবঙ্গে, বন্ধ হল টয় ট্রেনের জয় রাইড
জুলাই মাসের মাঝামাঝি হয়ে গেলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি । ১ জুন থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি ৩৬ শতাংশ। শুধুমাত্র কলকাতাতে বৃষ্টিপাতের ঘাটতি ৪৭ শতাংশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট বৃষ্টিপাতের ঘাটতি ১৩ শতাংশ ।
ঘাটতির কারণ নিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার দেরিতে প্রবেশ করেছে । এছাড়া, উপযুক্ত কোনও সিস্টেম তৈরি না হওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে ।