পুজোর বাকি আর এক মাস । এদিকে, বঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা (West Bengal Weather Update) । যখন পুজোর বাজার একটু একটু করে জমে উঠতে শুরু করেছে, তখনই আবার নিম্নচাপের ভ্রূকুটি । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । মঙ্গলবার তা নিম্নচাপে পরিণত হতে পারে । সেইসঙ্গে বাংলার উপর দিয়ে গিয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । এই জোড়া ফলায় আগামী একসপ্তাহ ধরে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা (Kolkata Weather) ।
সোমবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে । এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, দুই বর্ধমান-সহ একাধিক জেলায় । এছাড়া, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে । শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদহ, দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস । দিঘা থেকে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার জন্য বৃষ্টি আরও বাড়বে ।