পশ্চিমী ঝঞ্ঝা কাটছে । শুক্রবার দক্ষিণবঙ্গে (South Bengal) আর কোনও বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই । তবে উত্তরবঙ্গে (North Bengal) সামান্য বৃষ্টি হতে পারে । পারদও নামতে শুরু করেছে । বৃহস্পতিবারের তুলনায় এদিন কলকাতার (Kolkata) তাপমাত্রাও কিছুটা কমেছে ।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । শনিবার থেকে রাজ্যজুড়ে (West Bengal Weather Update) আকাশ পরিষ্কার থাকবে । আবহাওয়া শুষ্ক থাকবে । ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে ।
আরও পড়ুন, Booster Dose: ভ্যাকসিনের তৃতীয় ডোজ কবে পাবে আমজনতা, উত্তর নেই কেন্দ্রের কাছে
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি কমতে পারে । তবে, কনকনে ঠান্ডার আমেজ আর ফিরছে না । ভোর ও রাতের দিকে শীতের আমেজ অনুভূত হবে । তবে, দিনের বেলায় রোদ ওঠার সঙ্গে সঙ্গে উধাও হবে শীত ।