মেঘ সরে রোদ উঠতেই, উত্তুরে হাওয়া পসার জমাতে শুরু করেছে বাংলায়। নিম্নচাপের জেরে বৃষ্টি দিয়েই শুরু হয়েছে এবারের শীত কাল। তবে শুক্রবার থেকে, দীর্ঘ অপেক্ষা শেষে লেপ-কম্বল গায়ে দেওয়ার সুযোগ পেয়েছে বঙ্গবাসী। রবিবার কলকাতার তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, এর মধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ২দিন আরও ঠান্ডা পড়বে রাজ্যে।
Chandrakona -Farmer Suicide: অকাল বৃষ্টিতে পচেছে বিঘে বিঘে আলু, আত্মঘাতী চন্দ্রকোণার কৃষক
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামবে আরও ২ ডিগ্রি করে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে আগামী দুদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে ঠান্ডা পড়ার নিরিখে কালিম্পঙকে টেক্কা দিচ্ছে পশ্চিমের পুরুলিয়া।