প্রায় শেষ জুলাই। আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে রীতিমতো অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। তবে, গত কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে। রবিবারেও আবহাওয়া একই রকম থাকবে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, এই মুহূর্তে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মেঘলা থাকবে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলির আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ব তাপমাত্রা থাকবে ৩২ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
তবে, হাওয়া অফিস জানাচ্ছে সোমবার থেকে বৃষ্টি প্রকোপ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, এখনও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।
আগামী সাতদিন উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবারের জন্য উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।