তীব্র দাবদাহের মধ্যে স্বস্তি। রবিবার থেকেই বদল হবে আবহাওয়া। বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। এমনকি বইতে পারে ঝোড়ো হাওয়াও। সপ্তাহ শেষে এমনই স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। তবে, কলকাতায় বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাস এখনও জারি হয়নি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবি এবং সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। তবে, স্বস্তির বৃষ্টি হলেও এখনই গরম থেকে রেহাই পাবে না বঙ্গবাসী। বরং আগামী সপ্তাহে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে?
রবিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে।