রাজ্যজুড়ে সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির পূর্বাভাস । শুক্রবার দক্ষিণবঙ্গে ৯ জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । অন্যদিকে, ওইদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবারও রাজ্যজুড়ে বৃষ্টি চলবে । বৃষ্টির জেরে হাঁসফাঁস গরম থেকে কিছুটা রেহাই পাবে রাজ্যবাসী ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১ মার্চ, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । সেইসঙ্গে বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি । শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে । শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে । কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
শুক্র ও শনিবার উত্তরেও বৃষ্টি হবে । শুক্রবার দাপট বেশি থাকলেও শনিবার থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট কিছুটা কমবে বলে পূর্বাভাস রয়েছে । বুধবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।