কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের জেরেই এই আবহাওয়ার পরিবর্তন হবে। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গল ও বুধবার শিলাবৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। বৃহস্পতি ও শুক্রবারও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুরের আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঝড়বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। মঙ্গল ও বুধে শিলাবৃষ্টিও হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং আশপাশের অঞ্চলে ঘূর্নাবর্ত তৈরি হয়। বঙ্গোপসাগর থেকে ভেসে আসা জলীয় বাষ্পের কারণে বৃষ্টিতে ভিজবে রাজ্য। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতেও পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।