পশ্চিমবঙ্গে টানা ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরই মধ্যে তাপমাত্রাও বৃদ্ধি পাবে।
মঙ্গলবার দক্ষিবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতার সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: 'নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার নয়', CAA নিয়ে দাবি শুভেন্দু অধিকারীর
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বইতে পারে। মাঝারি বৃষ্টি হবে।