শুক্রবার থেকেই দফায় দফায় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি থামার নাম করছে না। তবে এবার ধীরে ধীরে কলকাতার তাপমাত্রা বাড়বে বলেই খবর। কলকাতা থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমান ধীরে ধীরে কমবে , বাড়বে তাপমাত্রা। তবে বুধবার ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে , যার জেরে বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টির দাপট।
শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। কিন্তু, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন আকাশ মূলত মেঘলাই থাকবে।