বৃষ্টি (West Bengal Weather Update) থেমেছে । দু-তিনদিন হল রোদের দেখা পেয়েছে রাজ্যবাসী । এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির (Bengal Rain Update) সম্ভাবনা রয়েছে কলকাত-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । তবে, ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । মঙ্গলবার ও বুধবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । তবে, দার্জিলিং ও কালিম্পংয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । মেঘ-রোদের লুকোচুরি খেলা চলবে । হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । তবে, ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস । এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।