ফের গরমে পুড়বে দক্ষিণবঙ্গ (South Bengal)। মঙ্গলবার থেকে আগামী তিনদিন তাপপ্রবাহের সতর্কতা (Heatwave Alert) জারি হয়েছে। ঘূর্ণিঝড় 'মোকা' (Cyclone Mocha) প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department)। বাংলায় কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১১ তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উল্টে আগামী ৯ থেকে ১১ তারিখ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে এবং দু এক জায়গায় তাপপ্রবাহেরও সম্ভাবনা থাকছে।
হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম—এই ৮ জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে চলেছে।