শুক্রবার দিনভর অস্বস্তিতেই কাটবে বঙ্গবাসীর। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও তাতে লাভের লাভ কিছুই হবে না। তবে আশার কথা এই যে বঙ্গে বর্ষার আগমন স্রেফ সময়ের অপেক্ষা। টানা তাপপ্রবাহ চলেছে বাংলা জুড়ে , তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এবার আবহাওয়ার ভোলবদল পালা। রবিবার থেকেই বাংলায় ঢুকবে বর্ষা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আজ দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বেলা যত বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে।
Kultali Murder : ২২ দিন পর মাটি খুঁড়ে কুলতলির ব্যবসায়ীর পচাগলা দেহ উদ্ধার
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ফলত মিলবে স্বস্তি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার , শিলিগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা।