শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ শহরজুড়ে। ভরা বসন্তেও শিরশিরে ঠাণ্ডা হাওয়া বইছে । তবে, আগামী কয়েকদিনের মধ্যেই বাড়বে তাপমাত্রা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। তবে, রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিন তাপমাত্রা বাড়বে। ফলে বাড়বে গরম। তবে, আপাতত দুই জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন - ইডি হানার সময় কোথায় ছিলেন, সিবিআইয়ের জেরায় কী বললেন শেখ শাহজাহান
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে আবার ২০ ডিগ্রি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।