কলকাতা ৩৮। ছুটির রবিবারে এটাই স্ট্রাইক রেট আবহাওয়ার। ইতিমধ্যেই পূর্বাভাস আগামী দু-একদিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। যা পয়লা বৈশাখে ছুঁতে পারে ৪০ ডিগ্রিতে। ইতিমধ্যেই বাঁকুড়া ৩৯ ডিগ্রিতে দাঁড়িয়ে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালবৈশাখির ছিঁটেফোঁটা সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বইবে গরম হাওয়া। তবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে সর্তক করা হয়েছে। কারণ, পুরুলিয়া-সহ ওই জেলায় গরম হাওড়া বেশি করে বইতে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়াবিদ জানিয়েছেন, এই সময় বেলা বাড়ার পাশাপাশি বাড়বে গরমের তেজ। তাই গরম থেকে বাঁচতে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও। বেশি করে জল খেতেও অনুরোধ করছেন না।
দিল্লির মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়েছে, আগামী কয়েকদিনে বাকি অন্যরাজ্যের সঙ্গে গরমকে টক্কর দেবে পশ্চিমবঙ্গ। মূলত তাপমাত্র ৪০ পেরিয়ে যেতে পারে বলেও দিল্লি থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে।