শুক্রবার সকাল থেকেই আকাশের মুখভার (West Bengal Weather Update) । ভোরবেলা থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা । শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । তারপর থেকে আবহাওয়ার (Weather Forecast) পরিবর্তন হতে পারে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতায় (Kolkata Weather) বর্জ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । দু-একজায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কয়েক পশলা ভারী বৃষ্টিও হতে পারে । যারে জেরে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে ।
আরও পড়ুন, Haridevpur News: হরিদেবপুরে দৃষ্টিহীনদের হোমে নাবালিকাকে নির্যাতন, অভিযোগে গ্রেফতার ২
এদিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে । আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে ।
উত্তরবঙ্গের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টি হতে পারে ।