রবিবার (১২ নভেম্বর) কালীপুজো পড়েছে। আর কালীপুজোর আগেই পশ্চিমবঙ্গে বাড়বে ঠান্ডা। কমবে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। উত্তর এবং দক্ষিণ বঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতার আকাশও মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২১ ডিগ্রির মধ্যে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দুই থেকে তিনদিনে রাতের তাপমাত্রা দুই ডিগ্রি কমে যাবে। পরবর্তী তিনদিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না।