নিম্নচাপ কেটে গিয়ে আকাশে রোদ উঠেছে, পেজা তুলোর মতো মেঘ। আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির (West Bengal Weather Update) সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন বৃষ্টি না হলে পুজোর দু সপ্তাহ আগে রবিবার পুজোর বাজার জমে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: পুজোয় রাস্তায় থাকবে উইনার্স টিম, ৬৭৫ পুজো কমিটির সঙ্গে বৈঠক কলকাতা পুলিশের