কোকিলের ডাকটুকু ছাড়া বঙ্গে বসন্তের রেশ কমে বাড়ছে গরম। আগামী কয়েকদিনের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৫° সেলসিয়াস। আজ সারাদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে প্যাচপ্যাচে গরম এবং অস্বস্তিও। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা, ২১° সেলসিয়াস। বাতাসে আর্দ্রতাড় পরিমাণ : ৮৬%
রবিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলাই। মঙ্গলবারর সকালের মধ্যে বৃষ্টির সামান্যতমও সম্ভাবনা নেই কোথাও। তবে আগামী কয়েকদিন ধরে বাড়তে চলেছে তাপমাত্রা। আগামী ৩ থেকে ৪ দিনে তাপমাত্রা বাড়বে ২-৩° সেলসিয়াস।