অসময়ের বৃষ্টির জেরে একধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা নামল কলকাতায়। বুধবার বিকেল থেকে কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা ছিল। সন্ধ্যায় একাধিক জেলায় বৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই এই দুর্যোগ কাটছে না।
বৃহস্পতিবার সকাল থেকে আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতাতেও সকাল থেকে মাঝারি বৃষ্টিপাত। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াতেও বৃষ্টি।
শক্তি হারালেও মিগজাউম এখনও নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। তার জেরেই এই দুর্যোগ বলে মনে করা হচ্ছে।