মেঘ সরিয়ে অবশেষে মিলল রোদের দেখা । শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আর সেভাবে হয়নি । একটু একটু করে বদলাচ্ছে আবহাওয়া । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে । তবে, বিক্ষিপ্ত কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে । তবে, তা নিম্নচাপের প্রভাব নয় । কারণ, নিম্নচাপ ইতিমধ্যেই বাংলাদেশের দিকে সরতে শুরু করেছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার নিম্নচাপের সামান্য প্রভাব দক্ষিণবঙ্গে থাকবে । শনিবার থেকে দক্ষিণে হাওয়া বদল হবে । মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে । বৃষ্টির তীব্রতা সেভাবে থাকবে না । এদিকে রবিবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে। শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় । রবিবারের পর থেকে বৃষ্টির তীব্রতা কমবে । সেক্ষেত্রে পুজোর আগে ঝকঝকে আবহাওয়া পেতে পারে বাংলা ।
শুক্রবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত কয়েক পশলা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিকেলের পর কমবে বৃষ্টি । সামান্য বাড়বে তাপমাত্রা । এদিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশেপাশে ।