ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী । সকাল থেকেই গলদঘর্ম অবস্থা । প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে বারণ করছেন না চিকিৎসকরা । তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই । এই আবহে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর । সোমবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় । তবে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই । উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে ।
হাওয়া অফিসের পূর্বাভাস, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিকেলের দিকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা । অন্যদিকে, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বর্জ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি । সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস । জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫১ শতাংশ।