উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা| ৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত , বঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। যদিও প্রায় ৭৫% বৃষ্টির ঘাটতি রয়েছে। জুন মাসে সেই ঘাটতি জুলাইতে পূরণ হবে কিনা তা এখনও স্পষ্ট করে বলা সম্ভব হয়। কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পর্যাপ্ত নাও হতে পারে, কিন্তু উত্তরে দুর্যোগ অব্যাহত থাকার কথা।
আগামী চার দিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে, সঙ্গে বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৭ ডিগ্রি, এবং সর্বোচ্চ ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস।