গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বুধবারও তা থেকে মুক্তি নেই। মঙ্গলবার গভীর রাত থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দফায় দফায় প্রবল বৃষ্টি চলছে দফায় দফায়৷ নাছোড় নিম্নচাপের জেরে ক্রমশই দক্ষিণবঙ্গ ভুগছে প্রবল বৃষ্টির দাপটে৷
হাওয়া অফিসের রিপোর্ট বলছে, এই মুহূর্তে নিম্নচাপ, যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সেটা পশ্চিমবঙ্গের সঙ্গে সেঁটে রয়েছে৷ এরফলে বুধবার দিনভরও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতঃস্তত , বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে৷
Mamata Banerjee: গণতন্ত্রের কালো দিন, দিল্লির ঘটনার দীর্ঘ পোস্টে অভিযোগ মুখ্যমন্ত্রীর
দক্ষিণ ঝাড়খণ্ড থেকে নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সরছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরই জেরে বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়ার আশঙ্কা।