বঙ্গে শীতের এন্ট্রির আগে , এই মুহূর্তে ভরা হেমন্তের পরিবেশ। তবে শনিবার একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম ও উপকূলীয় জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পর তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটা নামতে পারে। সোমবার থেকে হাওয়া বদলের আশ্বাস। উত্তরবঙ্গে ঝকঝকে আবহাওয়া। ঘুরতে যাওয়ার মোক্ষম সময়।
Nepal Earthquake Death Toll: নেপালের ভূমিকম্পে কাঁপল কলকাতাও, মৃতের সংখ্যা বেড়ে ১২৮, চলছে উদ্ধারকাজ
কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনও গুমোট ভাব বজায় আছে। রবিবার থেকেই ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ। মঙ্গলবার রাত থেকে তাপমাত্রার পারদ আরও নামবে। তবে এখন কদিন মনোরমই থাকবে আবহাওয়া। শীত আসতে এখনও কিছুদিন দেরি।