উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে । চেনা ছন্দে ফিরছে শীত (West Bengal Weather update ) । কিছুদিন আগেও তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২০ ডিগ্রির ঘরে । গায়ে সোয়েটার, চাদর রাখা যাচ্ছিল না । তবে, মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে । ক্রমাগত নিম্নমুখী পারদ । মঙ্গলবারের পর বুধবার আরও কমল তাপমাত্রা (Kolkata Temparature Decreased) । বৃহস্পতিবারের পর থেকে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে ।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস । জেলায় তাপমাত্রা আরও কম । কোথাও ১০ তো কোথাও আবার ৮ । এদিন সকাল থেকেই কুয়াশার দাপট দেখা গেল কলকাতা ও শহর সংলগ্ন এলাকা এবং জেলাগুলিতে । সেইসঙ্গে কনকনে উত্তুরে হাওয়া । সব মিলিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহতেই ব্যাটিং শুরু করে দিল শীত । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারের পর থেকে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে । রবিবার ১৩ ডিগ্রি নীচে নেমে যেতে পারে তাপমাত্রা ।
এদিকে, পৌষের প্রায় শেষলগ্নে এসে হাওয়া অফিসের পূর্বাভাসে কিছুটা হতাশ দার্জিলিংয়ে(Rain Forecast in Darjeeling) ভিড় জমানো পর্যটকরা। প্রতিবেশী সিকিমে হালকা তুষারপাত(Snowfall Update) হলেও দার্জিলিংয়ে আপাতত তুষারপাতের সম্ভাবনা নেই। বরং সান্দাকফু, ফালুট-সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলেই খবর । পাশাপাশি, সকালের দিকে মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভারী কুয়াশার(Foggy Morning in Jalpaiguri) চাদরে মোড়া থাকবে বলে জানা গিয়েছে।