বর্ষার বৃষ্টির ঘাটতি ভাদ্রে এসে পুষিয়ে দিয়েছে বাংলাকে। দক্ষিণবঙ্গে গত সপ্তাহেও ভারী বৃষ্টি হয়েছে। তবে এবার হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টি সল্প সময়ের জন্য হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকেই ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। বুধবারের পর থেকেই রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৫ সেপ্টেম্বর নাগাদ পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগে প্রবেশ করার পর এটি শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ফলে আগামী চার-পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যে। তবে একটানা বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
মঙ্গল বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
কলকাতা ও কলকাতা-সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দু-এক জায়গায়। মঙ্গলে শহর কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।