হাইভোল্টেজ ডার্বি রবিবার, কেউ কেউ আবার পুজো শপিং এর প্ল্যানও করে রেখেছেন। কিন্তু আজই ভিজতে পারে তিলোত্তমা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপের রূপ নিতে পারে বলেই মনে করছেন আবহবিদরা। তার প্রভাবেই ঝেঁপে বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গে। ফলে ডার্বি দেখতে যেতে বাধ সাধতে পারে রবিবারের বৃষ্টি।
Chandrayaan 3: স্লিপ মোডে প্রজ্ঞান, আবারও ঘুম ভাঙবে? আশায় বুক বাঁধছেন ইসরোর বিজ্ঞানীরা
রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এত বৃষ্টিতেও গরম কমার কোনও লক্ষণই নেই। সোমবার থেকে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা।