হাওয়া অফিসের পূর্বাভাস মতোই তাপমাত্রা বাড়তে শুরু করেছে বঙ্গে । গত কয়েকদিন ভোরের দিকে শীতের আমেজ থাকলেও, শুক্রবার সকালে তা অনেকটাই কম বা নেই বললেও চলে । এদিকে, শুক্রবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে । সেই তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা । তবে, ভারী বৃষ্টির পূর্বাভাস নেই । কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই । উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে এদিন বৃষ্টি হতে পারে । বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রাও । ৭ তারিখের পর থেকে ফের আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস রয়েছে ।
শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বেলা বাড়লেই গুমোট গরম বাড়বে । শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে । বৃষ্টির পূর্বাভাস নেই ।
কেন বৃষ্টি ?
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত । যার জেরে জলীয় বাষ্প ঢুকছে বাতাসে । তাই, বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ।
এদিকে, আবহাওয়া পরিবর্তনের জেরে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি লেগেই রয়েছে । এই পরিস্থিতিতে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ।