বঙ্গে কিন্তু বসন্ত এসে গেছে। রয়েছে হালকা শীতের আমেজও। তবে এখন তো সব ঋতুতেই বৃষ্টিটা মাস্ট। বসন্তেও তার অন্যথা নেই।
রবিবার থেকে বদলে যেতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
Rent a Bike in West Bengal: বাইক ভাড়া নিয়ে এবার ঘোরা যাবে দিঘা, মন্দারমনি, নতুন পরিষেবা আনছে রাজ্য
তবে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দুপুরের দিকে রোদের তাপে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রির বেশি। মার্চের শেষে, এলনিনোর প্রভাবে আরও চড়বে তাপমাত্রা। সঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।