অগাস্ট মাসেও বৃষ্টির ঘাটতি মেটার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা (West Bengal Weather Update) । দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই । ভারী বৃষ্টির (Rain Forecast in South Bengal) সম্ভাবনা ক্ষীণ । আগামী কয়েকদিন দক্ষিণে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । সেইসঙ্গে গরম বাড়তে পারে । যদিও, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ভালই বৃষ্টি (Kolkata Rain Forecast) হয়েছে । কিন্তু, তারপরেও গুমোট গরম কোনওভাবেই কাটছে না ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমবে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টি বেশি হতে পারে । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে । শুক্রবার থেকে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি কিছুটা বাড়তে পারে ।
আরও পড়ুন, Bengal Man Walks Down To Ladakh : বাইকের তেল মহার্ঘ্য, হেঁটেই লাদাখ যাচ্ছেন চন্দননগরের ছেলে
উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ৮ তারিখ পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে ।
বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এদিন, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।