মঙ্গলববার নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে জুন মাসের পাঁচ তারিখ থেকে রাজ্যের স্কুল খুলতে চলেছে। সরকারি সূত্রে দাবি করা হয়েছিল, আবহাওয়া পরিস্থিতি খানিকটা উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত। এই ঘোষণার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েদিল, চরম অস্বস্তি এবং ঘামে ভিজবে বাংলা। ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় পারদ চল্লিশ ছাড়িয়ে যেতে পারে। কার্যত একই দশা হবে উত্তরবঙ্গেও। আপতত কয়েকদিন ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই দাবি। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্র ৩৮ ডিগ্রি আশেপাশে থাকবে।
আলিপুর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে পারদ বাড়বে দুই থেকে চার ডিগ্রি। ইতিমধ্যেই নতুন করে গরমে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে পারদ ফের চল্লিশ ছাড়িয়ে গিয়েছে। এর উপর যদি তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি আরও বাড়ে, তাহলে অস্বস্তি বাড়বে এটা বলাই বাহুল্য।
তবে এবার গরমের প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। কারণ, বাংলার বাইরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে। যার প্রভাবে গরম বাড়তে পারে উত্তরবঙ্গে। যদিও হালকা বৃষ্টি হতে পারে পাঁচ জেলায়। কিন্তু দক্ষিণবঙ্গের পরিস্থিতির অবনতি হবে বলেই দাবি হাওয়া অফিসের।