শীত এখনও আসেনি ঠিকই, তবে যখন তখন যে সে মাঠে নেমে পড়বে, তা ঠান্ডাতেই মালুম হচ্ছে। রবিবার সকাল থেকেই শহর কলকাতা ও তার সংলগ্ন অঞ্চল জুড়ে শীতের শিরশিরানি গায়ে এসে পড়ছে। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কলকাতা সহ একাধিক জেলায় কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ আংশিক মেঘলা থাকবে এদিন যদিও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
নভেম্বর না পড়তে পড়তেই শীতের এই আমেজ নিয়ে শহরবাসীর উৎসাহও দেখার মতো! বন্ধ হয়ে যাচ্ছে ফ্যান, এসি। আলমারি থেকে বেরিয়ে এসেছে পাতলা সোয়েটার, জ্যাকেট সহ একাধিক শীতের পোশাক। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আকাশ মোটের উপর আংশিক মেঘলা থাকবে। ঠাঠা রোদ্দুর থেকেও খানিক স্বস্তি মিলবে।
আপাতত কয়েকদিন রাজ্যে বৃষ্টির দেখা মিলবে না বলে গতকালই জানিয়েছিল হাওয়া অফিস। বৃষ্টি না হলেও সন্ধে হতেই হালকা শীত অনুভূত হচ্ছে। শনিবার কলকাতায় রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রি কমেছে। গত ১০ বছরে অক্টোবর মাসে শহর কলকাতার তাপমাত্রা এত নীচে নামেনি। ধীরে ধীরে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়ছে। যে কারণেই কমছে তাপমাত্রা।