ভোরের দিকে ঠান্ডা, আবার বেলা বাড়লেই গরম । কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম । আবার রাতের দিকে হালকা চাদর গায়ে দিতে হচ্ছে । এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া ঠিক এরকমই । আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের আমেজ সেভাবে থাকবে না । বরং তাপমাত্রা বাড়বে । কিন্তু, কেন এই হাওয়া বদল ?
হাওয়া অফিস সূত্রে খবর,বৃহস্পতিবারই বঙ্গোপসাগরে নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে । আগামী ২ ডিসেম্বর তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে । তারই জেরে বঙ্গে এই হাওয়া বদল । তাঁই জাঁকিয়ে শীত পড়ে এখনও কিছুটা দেরি রয়েছে । আবহাওয়া দফতর জানিয়েছে, উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হবে । তাপমাত্রা বাড়বে । পশ্চিমের জেলাতেও তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে । আগামী সাত দিন একইরকম আবহাওয়া থাকবে ।
বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা । এদিন, সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে থাকবে । তবে, বৃষ্টির সম্ভাবনা নেই । ভোর ও রাতে দিকে শীতের আমেজ থাকলেও অন্য সময় গরম অনুভূত হবে ।