স্বস্তির দিন শেষ । ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী । ভোর থেকেই গলদঘর্ম অবস্থা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও অস্বস্তি বাড়বে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিন পারদ তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে । ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে চলেছে । পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে পারদ । উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়বে পারদ ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি থেকে প্রায় ২ ডিগ্রি বেড়ে হয়েছে ২৯.৬ ডিগ্রি । এদিন সকাল থেকেই রোদের তেজ । সেইসঙ্গে ভ্যাপসা গরম । বিকেলের দিকে আকাশ মেঘলা হলেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকছে না । আগামি ৭২ ঘন্টায় কলকাতার পারদ পৌছাবে ৩৮ বা ৩৯ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । মূলত উপকূলীয় অঞ্চল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে ।
মঙ্গলবার থেকে উত্তরের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে । এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উল্লেখ্য, এবার কেরালায় বর্ষা প্রবেশ করবে দেরিতে । সেখানে বাংলাতে দেরি হবে । জানা গিয়েছে, ১০ জুনের মধ্যে বর্ষা ঢুকবে বঙ্গে ।